তোমাকে ছোঁয়ার কত গল্প বুনি,
গল্পগুচ্ছ,এক এক করে গুনি
হঠাৎ দেখি, কই সেকি
তুমি কোথায়, আমি কোথায়
কোথায় ছুঁব, জানিনা


দুইজনে যদিও কাছে এসেছি,
নিজের মত করেই স্বপ্নে ভেসেছি
শুধু চোখে, সব আচড় নোখে
সব শব্দ, মুখ আবদ্ধ
কোথায় ছুঁব, কিছু জানিনা


যখন নীরবে প্রেম এসেছিল,
তখন আবহাওয়া নিস্তব্ধ ছিল
হঠাৎ দেখি, এযে সেকি
সব সজ্জা, সব লজ্জা
কোথায় হারিয়ে, কিছু বুঝিনা


যেভাবে মনআঁখি স্বপ্ন বুনেছিল
সেভাবে সুখপাখি উড়তে চেয়েছিল
শুধু ঠোঁটে, আলতো কামড় জোটে
সব আত্ম, সব স্বার্থ
কোথায় হারিয়ে, জানিনা


দিনের শেষে রাত্রি নামুক
আলো বিদায়ে আঁধার আসুক
মুহুর্তে মেতে, পথে যেতে যেতে
সব সত্যি, হয়ে তথ্যি
পেয়েছি জীবনের ঠিকানা


তবুও তুমি, আবার নতুন
হতে গল্পে ভীষণ নিপুণ
রয়ে যায় জীবনটা যে অজানা
তুমি কোথায়, আমি কোথায়
কোথায় ছুঁব, জানিনা ।