সদ্য ফুটানো ফুলের গন্ধে বিমোহিত হতো যার,
নিঠুর প্রকৃতি হরণ করেছে অশনি ইশারা তার!
ভূমিতে লুঠায়ে পড়িল যাহার রক্তিম দেহখানি,
ওগো মহাত্মা! জানা সবাকার, ভুলে কে তোমাকে মানি?


জীবনের মায়া করোনি কখনো দেশের-দশের তরে,
ভালোবেসে প্রাণ দিয়ে গেলে তাই স্বদেশ ভূমির পরে।
কাঁদালে সবারে ভুবন মাঝারে রিক্তহস্ত করে,
আত্মা তোমার রয়েছে এখানে অপূর্ণতার তরে!


পিতৃ স্নেহের মহিমায় আজো দৃষ্টি সজাগ আছে ,
এমন আত্মা চির জাগ্রত তনয়-তনয়ার কাছে।
আবার আসিবে বজ্র কণ্ঠ- বাংলা আমার প্রাণ,
ঘাতকের মন দহন জ্বালায় খুঁজিতেছে পরিত্রাণ!


এখনো ভোলেনি সোনার বাংলা দুঃসহ দুর্ভোগ,
পিতা হারানোর দুঃখ ও গ্লানি অপূর্ণতার শোক!
বুলেট আঘাতে পিছপা হওনি ওগো মহাত্মন তুমি!
শ্রদ্ধাঞ্জলিতে স্মরণে তোমায়- এ তব জন্মভূমি!


১৫/০৮/২০২১ ইং