আমার আমিকে খুঁজতে খুঁজতে
আজ আমি কোনো এক প্রান্ত সীমানায়,
জীবন চলেছে আপনা নিয়মে-
নিরবধি এক ছলনায়!


মনে পড়ে পল্লীর মমতাময়ী অপরূপ রূপ,
ফেলে আসা স্মৃতিগুলো- কত যে স্বরূপ!
অপুর বন্ধুত্ব আর মহা ভ্রাতৃপ্রেম,
খোকনের স্নেহময় আপ্যায়ন ক্ষেম।
বৈশাখী দুপুরে আম-কাঁঠালের ঘ্রাণে,
বয়ে চলে মন যার বনানীর পানে।
জীবনের কত কথা জমে আছে ভিড়ে,
বেলা শুধু কেটে যায় অহেতুক তীরে।
কে কোথায়? এক অজানায় আজ অলিগলি,
সংযত পথিক বেশে শুধু পথ চলি!


কে আর গাইবে? শুভ হোক জন্ম দিন;
তবু, দিন আসে দিন যায়- স্মৃতি অমলিন!
আয়ু তার বয়ে চলে অতি সন্তর্পণে,
জন্ম তার ঋণ শোধে কর্মফল গুণে!


তাং- ১২/০৫/২০২১ ইং
@স্বীয় জন্মদিন ***