এ কেমন শক্তি তার
দাপিয়ে বেড়ায়,
পরোয়া করে না কারো
চতুর্দিকে খায়।


প্রাণের বিনাশ হায়
দিকে দিকে আজ,
সকরুণ আত্মা শুধু
বিষাদের সাজ।  


যান্ত্রিক পৃথিবী আজ
হতাশায় শেষ,
পায় না নাগাল তার
উপায়ের লেশ!


বিজ্ঞানের জয়যাত্রা
কী হবে এ সবে?
স্থবির দুনিয়া কার
নিমিষেই তবে!


সব খেলা খেলে যদি
মনুষ্য বিবেক,
তবু অসহায় কোথা
প্রাণের আবেগ!


তাং- ২৮/০৩/২০২৯ ইং