এসেছি অতিথি ভবে ক্ষনিকের তরে,
অনেক কর্তব্য কর্ম যেতে হবে করে।
ধরনীতে পাঠিয়েছে বিধাতা মহান,
মনুষ্যজগত এই শ্রেষ্ঠত্ব আসন।
অহংকারে নিমজ্জিত মানব এখন,
সারাক্ষণ ব্যস্ত রয় নৈরাজ্য রচন।
সীমিত জ্ঞানের কত অপচয় করি,
সত্য-মিথ্যা, অবিচার নাহি কভু ডরি।


দম্ভ, ক্রোধ, ভেদাভেদ আছে যতো মনে,
ত্যাগ করি মন থেকে দ্রুততর সনে।
কিসের বড়াই করি ক্ষণিক সংসারে,
আমিও আমার নই এই ভবপাড়ে।
মহান প্রভুর প্রতি হই অবনত,
অহংকার দূরে যাক - পুণ্য কাজে ব্রত।


তাং - ২১/০৩/১৮