জোনাকিরা মিটি মিটি আলো জ্বেলে যায়,
অচেনা পথিক এক বিমোহিত হায়!
এমন ঝলক দেখে আকাশের তারা,
ভাবে একি! কোথা আমি; নীলাম্বর হারা!


কারো থেকে কারো রূপ কম কিসে আছে,
ভাবনার বেড়াজালে পর্যটক পাছে!
আধিপত্য কাজ করে ধন রত্ন যার,
নিভৃত আলাপে থাকে পথচারী তার।


আবার কর্তৃত্বভাব চলে তার কাঁধে,
ডাক পড়ে কোথা তুমি? এস মোর ফাঁদে!
অনেক দেখেছ তুমি নক্ষত্রের শোভা,
রেখে যাও ফলাফল তব যত আভা!


তাং- ২৬/০৪/২০২১ ইং