ধমনীতে প্রবাহিত হয় বেগে বেদনার ঝড়,
প্রতিকূল সময় তলিয়ে দেয় যে আপনপর।
হৃদপিণ্ডে রক্তচাপ বাড়িয়ে চলেই অবিরত,
শান্তনায় স্মরে বাণী যতো মনে আপাতত!
ঘূর্ণিঝড় যেমন বেগেই সমুদ্রের ঝড় তোলে,
তছনছ করে দেয় শান্ত লোকালয় উপকূলে।
তেমনি অন্তঃকরণে কষ্টগুলো খুব ব্যথা হানে,
হয়তো আবার ধীরচিত্তে শান্তির বারতা আনে।


বিচারের কাঠগড়ায় বঞ্চিত কয়েদী নীরবে ,
কিছুই করার থাকে না তার ক্ষমতার অভাবে।
সবকিছু থেকেও থাকেনা যেন পড়লে বিপাকে,
দুঃখেভরা নিধিরাম সবসময় কর্মবিপাকে।
কষ্টের দীনতা কাটেনি কখনো তার ভবপারে,
বিধাতা সহায় করে জীবনকে সমর্পণ করে।


তাং - ০৬/১২/১৮