আমার মধ্যেও- এক আমি আছে
যে প্রতিনিয়ত নানা স্থানে বিচরণ করে
হয়তো-বা তা শুধু আমার নয়
কিন্তু আমার স্রষ্টার জানা...


কাকে বলি, কি চাই এই আরেক আমি?
তবুও সব কিছুর বিনিময়ে
সান্ত্বনার বাণী দিয়ে যায়
আমার আমিকে!


কখনো উত্তাল সাগরের রূপ,
কখনো বিলাপী মন,
কখনো সে শান্ত নদী;
আবারও ভাবি, কে সে এই আমি?


এ অস্থির- আমার আমিত্ব ঠিক থাকে
যদি, যদি ওকে বর্তমানে স্থিত রাখা যায়...


তাং- ২২/০৩/২০২১ ইং