জীবন তরীর জীর্ণ হৃদয় ভোগ বাসনায় রত,
কেউ যে আবার- রোগে-শোকে, দুঃখে
কারো সন্তান, পিতামাতা সুখে
মায়াব ভুবন ছাড়িতে কারোর দ্বিধা ও দ্বন্ধে ক্ষত!


বিষাদ মননে শব্দ বুনন চলেছে আপন মনে,
ধনীর দুলালী অট্টালিকাতে
বুঝিতে পারে না রুগ্ন যাহাতে-
সিদ্ধিলাভের স্বার্থ খুঁজিতে মগ্ন তাহারি সনে।


কতো লোক আজ হাঁপিয়ে উঠেছে দীনতা দশার হালে,
কাকে বলি আজ-  শুনিবে কে হায়!
হৃদয়ের ডাকে- কে দিবে তা সায়!
মা-মমতাময়ী ভক্তের ডাকে আসিবেন যথা কালে।


মর্ত্য বাসীরা ভুলিবে যে ব্যথা কষ্ট যতই তার-
মায়ের বদনে হাসির পরশে
ভক্ত হৃদয়ে বহিবে হরষে
মহা মিলনের বাজনা বাজিয়ে শঙ্কা দূরিবে যার।


ঘৃণা-হানাহানি ভুলিতে সবাই এসো হে সাম্যে ভাই-
ভেদাভেদ দূরে আনন্দে মাতি,
আনন্দময়ী- সম্প্রীতি জ্ঞাতি
হৃদয়ে ধারণ করি মাকে আজ সুন্দর ভবে তাই!


তাং- ০৫/০৯/১৯ ইং