এক নজরে দেখবো বলে গেলাম ছুটে যেথা,
পরাণ পাখি বুঝলো না মোর
অন্তঃপুরের ব্যথা!


দেখেও-তো দেখলো না যে অলিরা আজ কোথা,
নিঠুরতা এ কোন সাজ-
কি জানি কে হোতা?


খুঁজলো না তার সখ্যজনে নীল গগনে এসে,
সুখ তারারই সনে যেন
মিশলো অবশেষে।


অভিমানে ঐ গগনে থাকলো না আর মণি,
দুঃখ পেয়ে ভবের হাটে
বেচলো যতো খনি!


তোমরা যারা গড়বে কানন- থাকবে ভ্রমর সুখে,
জানবে তারা উলু বনে
মুক্তো ছড়ায় দুঃখে!


তাং- ১৫/১০/২০২০ ইং