স্বপ্নের আকাশে আজ উড়াল দিলাম,
পাখির মতোই উড়বো মনের সুখেই।
কতো যে স্বপ্নের ধন দিগ্বিজয় শেষে
ফিরেছে আপন নীড়ে মায়ার বন্ধনে।
নব দম্পতির হাতে মেহেদী রাঙানো-
প্রকৃতিকে আলিঙ্গন করবেই দু'হাতে।
সুখেরা অধরা স্বপ্ন- পরিহাসে মগ্ন,
দূর্ভাগ্য বরণে প্রাণ করেছে হরণ।
কে জানত স্বপ্নের দ্বীপে জ্বলবে মোমবাতি!
এক সেকেন্ডের নেই ভরসা ভবেতে;
বিধি একি খেলা এই সংসার সাগরে!
হায়রে ত্রিভুবন কান্না এবার থামাও!
শোকের আকাশ কর মম শান্ত প্রভু;
দাও তব পদতলে সুনিবিড় ছায়া।


তাং - ১৪/০৩/১৮