জন্ম ও মৃত্যুর সমষ্টিই জীবন
এ ধরায় বৈশম্য বিভাজনের
অন্ত নেই,
আমরা কি চাই?


মৃত্যু অবধারিত জানি,তাতে কি?
ভোগই সুখ-
আমিই ভালো থাকবো,


নিজে বাঁচলে বাপের নাম!


গোল্লায় যাক সব
ত্যাগীরা বোকার দলে থাকে;
ত্যাগ সেতো অক্ষমতা!


অন্যেরা ছারখারে যাক,
শূন্য হোক সব..


সমস্যা নেই- নতুন বউ ও
একদিন শ্বাশুরী হবে...


তাং -২৩/১২/১৭