বিবাদী মনের যন্ত্রণা এক গুনছে কালের ক্ষণ,
আবার কখন আসবে সময় ঐ বিচারের সন?
শিশিরের এক বিন্দুকণাতে ঝলক দেখার খেলা,
সূর্য আলোক শীতের সকালে বারেবারে ফিরে বেলা।
ক্ষণিকের তরে সৌন্দর্য এর গর্ব করার মত,
তাপের আভায় উদ্বায়ী হয় লালিত্য রূপ যত।
আষাঢ়-শ্রাবণে ঝর্ণা ধারায় বয়ে চলে কত জল,
গ্রীষ্মদাহের অগ্নি জ্বালায় খরা চৌচিরে তল।
এমনি করেই মেতেছে খেলাতে বাদী-বিবাদীর মন,
জীবন চলেছে অবিরত এক অসংযমীর পণ।


তাং- ১৮/১২/২০২০ ইং