কালো মেঘে ঢাকা থাকে রূপ সারাক্ষণ,
তোমার অভয়ে আজ শান্ত হয় মন।
উতলা ভাবনা তাই নেচে বলে যায়,
এমন দরদী চিত্ত সবে যেন পায়!


পাথরের রুষ্ট প্রাণ গলে যায় তার,
শুভাকাঙ্ক্ষী থাকে যদি এমন অপার!
ফ্যাকাসে মননে এক এল যে জোয়ার,
রূপশ্রী সঙ্গিনী আনে বাক্য বাণে সার।


আবার সাহসে মাতে অকুলের মুখ,
পাতাঝরা গাছ বুঝে বসন্তের সুখ।
রাতের আঁধার কাটে সোহাগী বচনে,
জীবনের মানে খুঁজে ঝিমে থাকা মনে।


তাং- ১৫/০৫/২০২১ ইং