প্রকৃতির ঘূর্ণিঝড় দেখে
তুমিও বলতে থাকো- আমি আছি!
ভয় নেই, যখন যা লাগে...


কিন্তু পরক্ষণে, সাহসের শির ভেঙে যায়,
বিপরীত এক নাটকের জন্ম দিয়ে!


কথা দিয়ে ভাঙা মুশকিল,
তাই আত্মহত হতে দেখা যায় কুচক্রীকে-
আরেক সাজানো দৃশ্যে!


এদিকে প্রকৃতি-
আপন নিয়মে শান্ত হতে থাকে...


সাধুবাদ ভালো,
অকারণে- বেশি সাম্যবাদ, নকলি নাটক-
বেশ বেমানান বৈকি!


তাং- ২৭/০৩/২০২১ ইং