দমকা হাওয়া বয়ে গেলো কিছুক্ষণ ধরে,
উত্তর-দক্ষিণ কিছু জানা নেই ওরে!
ক্ষণে আসে ক্ষণে যায় অহেতুক ঝড়,
চালিকার কর্ণধার আপন ও পর!


আপনার বোধশক্তি যদি থাকে মনে,
কে পারে চালনা করে তোমাদের সনে!
কত তারা ঝরে পড়ে সংযত আচারে,
প্রকৃতি বিধান মেনে চলে যায় পারে!


আত্মশুদ্ধি থাকে যার প্রবল প্রয়োগে,
স্থিতিশীল পরিত্রাণ লয় পাবে যোগে।
যে ঝড় ঝরায় তার নিত্য জাগরণে,
অসম বণ্টন যেন নয় সমর্পণে।


ঝড়ের তাড়না আসে নিত্য লোকালয়ে,
মানস বিব্রত নয় তব শক্তি জয়ে!


তাং- ১৬/০৬/২০২০ ইং