মহাশূন্যে পাড়ি দিলে কতো,
হাতে-খড়ি দিতে দিতে
শিষ্যে শিষ্যে ভরে গেলো
তোমার পৃথিবী!
তবু অপূর্ণই থেকে যায়
পরমতত্ত্ব জয়ের খেলা- এ যে শিক্ষাগুরু!


কেউ কেউ জ্ঞান গর্ভ
শুদ্ধাচারে স্নেহ ধন্য;
তারা আজ-
তোমার বিদায় গাঁথা শোকে মুহ্যমান!
যে মুক্তো পেয়েছে বুকে এতোদিন,
তার ঋণ- কোনোদিন শুধিবে কে জন?


চন্দন কাষ্ঠ দিয়েছে সুবাসিত গন্ধ আজীবন...
এ-তো তাঁর মজ্জাগত নীরবতা!
নির্বাক ক'ফোটা অশ্রুপাত
এ এক জনমে যথোচিত সুখ দিয়ে গেলো আজ...
আমার ও আমাদের
সসাগরা পৃথিবীর আস্থা!


তাং- ০১/০৭/২০২০ ইং