ইংরেজি ক্যালেন্ডারের আজ শেষ দিনে,
বছরের শেষ সূর্য বিদায়ের ক্ষণে।
সুখ-দুঃখ, হাসি-কান্না, সাফল্য ব্যর্থতা,
চলমান বছরের অমলিন গাঁথা।


নতুন স্বপ্নতে ভরা এসেছিল ভবে,
চলে যাবে আজ তার পিছুটান রবে।
কতো আশা নিরাশার গল্পতে সাজানো,
কতো ঘটনার সাক্ষী হৃদয়ে আঁকানো।


পাওয়া আর না পাওয়ার হিসেব নিকেশ,
মনের ভাবনায় যে দোলা দেয় বেশ।
পুরনোর গ্লানি যাক ভেসে আজ শেষ,
এ ধরায় পূর্ণ হোক নতুনের বেশ।


বিদায়ের বিষাদের অশ্রুর জলেতে,
আজ তবে চলে যাবে গোধূলি বেলাতে।
প্রভাতের অপেক্ষায় নতুন দিনের,
শুভ কামনায় আজ আগামী ভোরের।


তাং - ৩১/১২/১৭