এখানে বিস্তীর্ণ অনাবৃত বিল ছিল-
মাইলের পর মাইল।
এপাশ থেকে ওপাশের প্রান্তে- অন্যকোন
গ্রাম যেন অবারিত পাহাড়ের পাদদেশে
নীলিমা অম্বরে চুম্বিত শোভিত দৃশ্যপট !


শস্যশ্যামলা বন বনানীর কতই না চিত্র;
মাঠেমাঠে গরুছাগল চড়ে বেড়াত,
চাষাবাদে ব্যস্ত ছিল কৃষকেরা।
পাখিরা মনের আনন্দে উড়ে বেড়াই
এপ্রান্ত থেকে ঐপ্রান্তে।
বিলের মাঝখানে সরু খাল জোয়ারে
ভরে উঠে এক হয়ে যেত দুকূল।


আজ সব লুপ্ত সভ্যতার করাল গ্রাসে-
শুধু ইটপাথরের
অট্টালিকা নির্বাক দাঁড়িয়ে বিদীর্ণ চিত্তে!
নীলাকাশ আর দেখা যায় না আগের মতো;
প্রকৃতিকে দলিয়ে আরেক নিষ্প্রাণ প্রকৃতি।


তাং - ২৩/০৫/১৮