আনন্দ কে
দেখবো বলে অনেক দূরে গেলাম,
সাগর, নদী, পথ ভাঙ্গা ঢেউ
সবি সেথা পেলাম!
সব জনারি
দেখা হলো- যেমন ভেবেছিলাম,
ক্লান্ত হৃদয় ভুলেছে সব
নীলাম্বরীর ঘাম!


যুদ্ধ জয়ে
কপোত চলে, সানাই বাজে কত,
প্রতীক্ষাতে কপোতী মন
পথপানে রত।
মঙ্গল দীপে
বরণ হলো রাজ কন্যার দেশে,
শুভ ক্ষণের পরিণয়ে
মাল্য দানে শেষে!
তাং- ৩০/১০/২০২২ ইং