পূব আকাশে সোনালি রোদ হাসির ঝলক দিয়ে,
জানান দিলো শুভ সকাল যাবে ভালো বয়ে।


নিত্যদিনের মতো আজি করলো বেজায় মুখ,
অন্ধকারে ঢেকে গেলো উন্মাদনায় সুখ।


রোদে মেঘে খেলা চলে বৈশাখ জুড়ে তার,
বিষণ গতির বাতাস যেন দুমড়ে মুষড়ে মার।


কালোমেঘের গর্জনেতে আকাশ ভেঙে পড়ে,
দিনদুপুরে অন্ধকার তার রাত্রিযাপন করে।


ধরণি তার বিরূপতা করছে অবিরত,
ঋতুগুলোর তাণ্ডবলীলা চলছে শতশত।


জলবায়ুর পরিবর্তন হচ্ছে দ্রুত আজ,
বিশ্বায়নের মূল্য দেবে প্রকৃতির ঐ সাজ!


বাঁচতে হলে পরিবেশকে করতে হবে রক্ষা,
তবেই তার উন্মাদনা পালিয়ে যাবে অক্কা।


তাং- ০৫/০৫/১৮