বুদ্ধি! ভালো কাজে প্রয়োগ ভালো,
যদি নাহয় মিথ্যাতে।
কিন্তু, নিয়ত তার প্রয়োগ হয় ভ্রান্তিতে।


বুদ্ধি! সত্য কাজে আরো ভালো,
যদি নাহয় অসত্যে।
কিন্তু, নিয়ত তার প্রকাশ হয় ছলনায়।


বুদ্ধি! যুদ্ধে সে প্রয়োগ হয় মারণাস্ত্র রূপে,
যদিও পারতো তার শান্তিতে।
কিন্তু, নিয়ত তার প্রয়োগ হয় রূঢ়তাতে।


বুদ্ধি! ব্যাক্তিতে সে প্রকাশ হয় ভালো ও মন্দে,
যদিও পারতো শুধু তার ভালোতে।
কিন্তু, নিয়ত তার প্রকাশ হয় মন্দতে।


বুদ্ধি! হয়তো স্রষ্টার বিধানে আছে এই নিয়মে,
যদিও পারতো বিধি সঠিক ধরাধামে।
কিন্তু নিয়ত তাঁর প্রকাশ হয় এই ব্যাতিক্রমে।


বুদ্ধি! বিধির বিধানে সে ভাঙে আর গড়ে,
এটাই তার নিয়তি,এভাবে সে নড়ে।


তাং - ২৩/০৯/১৭