আজ পহেলা ফাল্গুনে আত্মহারা মন,
ঋতুরাজ বসন্তের হলো আগমন।
ভালোবেসে লোকে রাঙাবে জীবন,
বাসন্তী রঙেই সাজাবে ভুবন।
নৈসর্গিক পরিবেশে অপরূপ আজ,
পলাশ শিমুলের গেরুয়া সাজ।
কোকিল গাইছে মনের আনন্দে গান,
মধু আহরণে ভ্রমরের তাই সুরেলা তান।
মৃদু বাতাসে শীতের রুক্ষতা চলে যাওয়া,
দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া।
কপোত কপোতী ফাল্গুনের আহবানে,
হারাবে দুজনে ভালোবেসে মনেপ্রাণে।


তাং-১৩/০২/১৯