আমার আছে শতেক হাত,
যেদিক যাবে কুপোকাত।
পালানোর পথ শুধুই ছাদ,
জাল পেতেছি মরণ ফাঁদ।


মালিক তুমি শ্রমিক মুই,
সবসময়ই তোমরা ভুঁই!
চালাক-চতুর বিজ্ঞ বেশ,
আমরা শুধুই হচ্ছি শেষ।


বিত্তবানের নাইরে হুশ,
কাদের রক্তে তুই যে খুশ!
ন্যায্য পাওনা দিয়ে যাও,
তাল-বাহানা ছেড়ে দাও।


সমতারি ভাগে আজ,
বিজ্ঞ সমাজ করুক কাজ।
ভেদাভেদের কালো হাত,
সাম্যবাদে যাক নিপাত।


তাং- ১৪/০১/১৯