তোমাদের সাজানো অবনি
কেউ ভাঙ্গতে চাই না,
প্রাণহানি ধ্বংসযজ্ঞ হোক
এটাও কারো কাম্য না।
অসময়ে রণমূর্তি বেশে
চলি নিরুপায় হয়ে,
সবকিছু লণ্ডভণ্ড করে
আমি আবিষ্ট নির্ভয়ে।
তোমাদের অত্যাচারে নিঃস্ব
বেশ অতিষ্ঠ আমিও,
আমাকে রক্ষায় তোমাদের
কিছু বিধেয় জানিও।
প্রীতি যদি থাকে পৃথিবীতে
তবে ঐ ভাগে রাখিও,
প্রতিশোধে কোপ প্রতিদানে
শোধ এটাও মানিও।


তাং- ১৪/১০/১৮