রবির কিরণে আলোকিত প্রাতঃকাল
নানা কলতানে গেয়ে যায় পাখি গান,
কতো শুভ সূচনায় নিসর্গ ধরণী
সুখের সাগরে কভু ভরেছিল প্রাণ!
ভবের মায়ায় থাকতে আসেনি কেউ
জীবনের পাঠ শেষে চলে যাবে কোনোদিন।
থেকে যাবে উল্লাসের এই খেলাঘর
ধ্বংসে মেতেছ ক্ষুদ্র ক্ষমতায় লীন!
মায়ের জাতিকে অস্বীকারে তুমি
অপমান অপদস্তে জর্জরিত করে,
ভুলে গেলে মানবাত্মার মহান জয়গান
আপনা লালসা পার-নি দমিবারে।
মধুময় বাক্যবাণে ডেকেছিলে কাছে
এসো-গো তোমরা উদ্ধারিতে তরী পাড়ে,
হয়েছ মহান তুমি ধনে জনে শুধু
পাড়ের সঙ্গীরা নেই- তোমারই দরবারে।
মিথ্যাচারে বিগলিত সভ্য কারুকাজ
শান্তি খোঁজে অহেতুক যেন পোড়া মনোরথ,
দলিত সমাজ দিশেহারা অবক্ষয়ে আজ
প্রাণের আকুতি- ওগো প্রভু!দেখাও সত্যপথ!


তাং- ০৫/০৮/১৯ ইং