প্রস্ফুটিত ফুল সৌন্দর্য বিলায়,
সুবিশাল পৃথিবীর আবতর্ন আপন নিয়ম
মেনে চলে বলে সবকিছু ঠিকঠাক!
সিংহের গর্জন তার আধিপত্য বিস্তার ঘটায়,
কাপুরুষ গুপ্ত পথ খোঁজে ফেরে।


প্রকৃতিতে আবর্তিত -
স্রষ্টার নিয়মে সুপ্ত বীজ লুকায়িত আছে,
ভালো মন্দ এখানেই বিরাজিত বলে
সূক্ষ্ম বুদ্ধির খেলায় কেউ জয়ী আর
কেউ হেরে যায় মাত্রা জ্ঞানের অভাবে।


অবুঝ শিশুর গড়া খেলাঘর ভেঙ্গে দেয়া যায়
অতি সহজেই, কর্তার কি দোষ!
দোর্দণ্ড প্রতাপশালী অশালীন মানব সমাজে
দানবীয় মনোবৃত্তি ভুলে চলে মা বোন তফাতে!


ভুলে যায় ফুলের কলির অপরিপক্কতা
আর অঙ্কুরে বিনাশ করে চলে অনায়াসে!
আগামীর বার্তা নিয়ে কর্ণধার হওয়ার কথা,
সেই বার্তা পৌঁছানোর আগে ঝরে পড়ে
নির্মম দুনিয়া থেকে।


তাং- ২০/০৪/১৯