ঘরের কর্ত্রী জানে কিভাবে
সংসার সাগরে তরী পাড় হতে হয়!


ভিন্নমত ভিন্নধারায় চলছে বলে
ওলট পালট লাগে।
শুভ্র চিন্তা একীভূত হলে জগতের
যন্ত্রণা অনেক প্রশমিত হয়।
পরিবেশ মানুষকে প্রভাবিত করে,
বিরুদ্ধাচরণ প্রতিবেশেরই সৃষ্টি।


জগতের নিয়ম ক'জনে মানে!
তবে শিরায় প্রবাহিত রক্তের রঙে
একই ধারা ও পরিবেশ প্রবাহিত।


দু'শত বছর শাসনের ইতিহাস
রাতারাতি পাল্টাবে কি করে!


রক্তের তথা পরিবেশের
উন্নত পরিশুদ্ধি একদিন আসবে!


তাং- ১৩/১১/১৮