আজ তুমি এতোটাই কোমল হয়েছো
যে, দেখেই মনে হয় হারানোর
কিছুই নেই তোমার।


কতোই সুখে ছিলে বড়লোকের
ছেলের সাথে সংসার করে,
দামি গাড়ি-বাড়ী,গহনা অনেক ছিলো!
কতো খাবার নর্দমায় ফেলে নষ্ট করেছো
অথচ দুয়ারে দাঁড়িয়েই নিরন্ন ভিখারি,
ছিছি করে তাড়িয়েছ ;
যেমনটি করে তাড়িয়েছিলে আমার ভালোবাসাকে!
মনে পড়ে সেদিনের কথা!


অপচয় আর প্রত্যাখ্যানের ফল বিধাতা
সইবে-না জানি।
আজীবন তোমার প্রতীক্ষায় ছিলাম;
দম্ভ আর ঘৃণায় শুধু করেছো!


আজ তুমি পরিণতির চরমে পৌঁছে গেছো,
দামী গাড়ী-বাড়ী সাজ আজ...
সবকিছু হারিয়ে দম্ভের নিয়তির কাছে
হার মেনেছো।
সাধারণ জীবনের সাথে আমাকে
জড়াতে চাইছো।


দম্ভের দর্পচূর্ণ হবেই...


আমি জানতাম যে- দম্ভেরই মতো
অশুভ দিক চিরদিন থাকতে
পারে না কারোর সাথে!


তাং - ২২/০৬/১৮