বহু আগে ললিতার বিবাহ হয়েছে,
পিতার পছন্দ করা পাত্রকে করেছে।
আপত্তি কিছুটা ছিল স্বীয় মন থেকে,
তানুকে সে ভালোবাসে অন্তঃকোণ ছেঁকে।
প্রিয়তম বুঝে কিনা অনুভবে তার,
মনের সে-কথা আজ কাকে বলে আর!


তানুও করেছে বিয়ে পাত্রী দেখে শুনে,
মায়ের পছন্দ অতি- কনে রূপে গুণে।
শূন্যতা রয়েছে কিছু তারও হৃদয়ে,
ললিতাকে ভালোবাসে বলেনি সময়ে।
প্রিয়তমা জানে কিনা ভালোবাসি তারে,
অন্তহীন আকর্ষণ বাজে বীণা-তারে!


ভালোবাসাবাসি থাক অন্তরে সবার,
দুজনেই সুখী হোক ধরাতে অপার!


তাং - ০৩/০২/১৮