বুদ্ধিগুণ বলে কথা!
তাও আবার ডিপ্লোম্যাটিক...
স্বর্গরাজ্য নিজেদের দখলে রাখতে
অসুর রাজের বর লাভ!


চিরদিন কাহার ও সমান যায না!
তবে গ্রহগুলো পক্ষে
থাকতে হবে যে...


ক্ষমতা সম্পত্তি সবসময় থাকে না,
আজ রাজা কাল নিঃস্ব।
এক খাবারে অরুচি...
তবে ভাতে অরুচি আসেনা!


বাতাস বদল আপেক্ষিক বিষয়,
বিনা মেঘে বজ্রপাত
হওয়ার কথা নয়!
শুনেছি কোথাও বসন্তের
পরিবর্তে শ্রাবণ নেমেছে...


পরিণত বুদ্ধি বেশ কাজ দেয়;
ভাগ্য যখন প্রসন্ন
তখন যে একাদশে বৃহস্পতি!


তাং - ০৮/০২/১৮