দলিত পৃথিবী আজ নির্বাক-ধূসর,
বুকে এর ছাই চাপা ক্লিষ্ট নিরন্তর।
এপার-ওপার ভাঙ্গে সোনালী সে দিন,
মূর্ত গাঁথা মালা কারা ছিঁড়ে প্রতিদিন?
যুগ-যুগান্তর ধরে গ্রথিত বন্ধন,
অতল প্রমাদে পড়ে হয়েছে রোধন।
ছিন্নমূল করে যায় বিগত ভাণ্ডার,
এ কোন শোধের প্রথা বৈরী ভাব তার?


বিমুখা শপথ যার হয় প্রতিশোধ,
বিশ্ব জগৎ স্ফুরিতে হবে কার বোধ?
শ্রেষ্ঠাংশ সূচনা করে এ গ্রহের তরে,
মানব কল্যাণে কেন মারণাস্ত্র ধরে?
নিঃসঙ্গ করো না ভাগ্য হে মোর বিধান!
ফিরে নাও একাকীত্ব- দয়ার নিধান।  


তাং- ১৭/০৫/২০২০ ইং