আমরা সবাই যাত্রী ভবের মিলন মেলায় আসি,
বন্ধু-মহল হই-হুল্লোড় কতো ঠাট্টা-হাসি।
অভিনয়ের মঞ্চে এসে নেচে গেয়ে বেড়ায়,
মঞ্চায়নের পালা শেষে অশ্রু জলে গড়ায় !
জন্ম যখন হয় যে ধরায় খুশির জোয়ার বয়ে,
যাবার কালে শোক সাগরে দুঃখটাকে সয়ে।
একা আসা একা যাওয়া সংসার সাগর মাঝে,
সাঙ্গ হবে মিলন মেলা হিসেব মিললে সাঁঝে।
খালি হাতে যাত্রা শুরু রাজ্য জয়ের তরে,
ভোগ বিলাসে মত্ত শেষে শূন্য হাতে ঝরে।


তাং- ০৪/০১/১৮