অপরূপ রূপে সেজেছে মোদের
সোনার এই স্ব দেশ ,
সবুজে শ্যামলে চারিদিকে ঘেরা
রূপের নেইকো শেষ।
বাংলার কিষাণ বাংলার ফসল
এইতো দেশের রীতি,
কিষাণ ফসলে বাংলার মাটিকে
করেছে ধন্য প্রীতি।
রাখাল রাখালী ব্যস্ত সময়
পার করে তার মাঠে,
গরু-ছাগলের ঘাসের জোগাড়ে
নদীর ওপারে ছুটে।
শান্ত নদীর শান্ত ঢেউয়ে
সাঁতারে ছেলের দল,
প্রতিযোগি বেশে পাড়ি দেয় নদী
প্রথম হবার ফল।
তরীতে মাঝির সখ্যতা বেশ
দীর্ঘদিনের পরে,
নদীর জলেই আনন্দ তার
সারাবেলা মন ভরে।
হাজারো যাত্রী পার সে করেছে
হিসেব কিভাবে রাখি?
অনেকে দিয়েছে পারাপারে ভাড়া
কেউবা আবার ফাঁকি।
বাংলার জলে বাংলার ফুলে
মুগ্ধ প্রিয়ার মন,
ভালোবেশে তাই কপোত কপোতী
নিবৃত্ত নীড়ে পণ।


তাং- ০৫/০৪/১৯