একদিন তুমি এলে নবীনের বেশে,
গড়েছিলে স্বর্গ সুখ সবে ভালোবেসে।
সুনামের মোহ ধ্বনি দিকে দিকে রব,
সবাকার চক্ষু মণি তোমাতেই সব।
কর্মময় জীবনের স্বর্ণযুগ পরে,
পূবাকাশে কালো মেঘ ঘণীভূত করে।
তোমার আসন হবে শূন্যে মরুদ্যান,
হৃদয়ের কাতরতা কাঁদে মন-প্রাণ।
প্রবীণের দলে আজ তুমি পেলে ঠাঁই,
তোমার যোগ্যতা আর কারো কাছে নাই।
বিদায়ের ঘণ্টাধ্বনি বেজে উঠে আজ,
কর্মস্থল ছেড়ে যাবে শিরে পড়ে বাজ!
উপস্থিতি নাহি হবে কাল থেকে তার,
সাঙ্গ যেন সঙ্গী হবে জীবনের সার।


তাং- ১৯/০৫/১৯