প্রিয় স্বাধীনতা তোমাকে খুঁজবো বলে
আমি জন্মেছি এই বাংলায়,
তোমার সুখের নীড়ে ঘুমাবো বলেই
লড়াই জয়ের প্রতীক্ষায়।


বারবার আমি অপমানে জর্জরিত
শুধু তোমাকেই পাবো বলে,
ডিসেম্বরে বিজয়ের স্মৃতিসৌধে শুধু
তোমায় একটু দেখবো ছলে!


কতো আগুনের লেলিহান শিখা দেখে
সহ্য করেছি মুখ বুজে,
পরিজন হারানোর ব্যথায় কাতর
প্রিয়এই স্বাধীনতাকে খুঁজে।


শীতের কুয়াশা ভরা মাঠ-ঘাটে দেখি
আমারই প্রিয় স্বাধীনতা,
দোয়েল-কোয়েলের সুমিষ্ট গানে আজ
পালিয়ে যাক পরাধীনতা।


অনেকটা প্রতীক্ষায় স্বাধীনতা এলে
তুমি এলে রক্তলাল সূর্যে,
চিরহরিৎ বনানীর শাখায় শাখায়
সার্বভৌম ভূখণ্ড মাধুর্যে।


আমার প্রত্যাশা পূরণের অঙ্গীকারে
তোমাকে দেখবো মন ভরে,
স্বাধীনতা তোমাকেই দেবো না হারাতে
যতদিন বাঁচি - রাখবো ধরে।


তাং- ২১/১২/১৮