ভোরেতে উঠিয়া গাঁয়ের বধূয়া ঘরের হালটি ধরে,
সারাটি দিনেতে ব্যস্ত ঘরেতে সকল কিছুর তরে।


বধূয়া মোদের ঘরের আয়না ঘরের আলোর সাজ,
গাঁয়ের সুনাম পাড়ার গৌরব ঘরের সবার তাজ।


রান্নাবান্না বাচ্চা সামাল পরিবার দেখা সবি,
শ্বশুর শ্বাশুড়ি দেবর ননদ কাজের লোকই তবি।


কলসি কাঁধেতে জল যে আনিতে যায় সে অনেক দূরে,
পদ্মপুকুরে ঘাটের সনেতে মিতালি তাহারি করে।


সাঁঝের বেলাতে ঘরেতে প্রদীপ এইতো বধূর রীতি,
সকলের তরে প্রার্থনাতে সে সপিয়া নিজের প্রীতি।


সবারে ভোজন করায়ে রাতের নিজের খাবার শেষে,
স্বামীর সাথে করবে আহার গল্পে গুজবে পাশে।


সারাটি দিনের ক্লান্তি শেষেতে ঘুমের নেশায় লাগে,
জীবন তরীতে এভাবে বধূর চলুক তবেই জাগে।


তাং -২১/১১/১৭