সৃষ্টিতত্ত্বে আছে যত স্রষ্টার বিধান,
জ্ঞানতত্ত্ব এই ভবে বিশেষ প্রধান।
মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে,
শ্বেতশুভ্র বিদ্যাদেবী বন্দনা করিতে।


জ্ঞানালোকে সরস্বতী সত্যের প্রতীক,
বিদ্যাও সুরের তরে সৃজিত সঠিক।
এক হাতে বেদ আর অন্য হাতে বীণা,
বীণাপাণি বলে সবে মাকে তাই কিনা!


ছোটদের হাতেখড়ি দিয়ে আজ হবে,
বিদ্যাপাঠ শুরু করে মাকে স্মরে তবে।
ছাত্রছাত্রী পূজে মাকে বিদ্যা আহরণে,
পুষ্পাঞ্জলি দেয় তবে পূজা শেষে পণে।


মানবে জাগাতে আজ উদ্দীপ্ত চেতনা,
ধরাধামে আবির্ভূত দেবীর প্রার্থনা।
অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলোয়,
প্রণতি জানাই মাকে পূজান্তে ভালোয়।


তাং - ২২/০১/১৮