বাকদেবী সরস্বতী পূজা হল আজ,
জ্ঞানেগুণে ভরে দেবে শিক্ষার্থীর তাজ।
মাঘ মাসে শুক্লাপক্ষে দেবী পূজা হয়,
উপবাসে ছাত্রছাত্রী প্রার্থনাতে রয়।


শ্বেতবর্ণা সরস্বতী শ্বেত পদ্মে বসা,
গলেতে মুক্তার হার সুন্দরে ভুষিতা।
বীণা বই হাতে দেবী দিব্য নারীমূর্তি,
দেবীর বাহন হাঁস লাগে অতি ভক্তি।


মায়ের অনেক নাম হয় ধরাধামে,
বিরাজ, সারদা, ব্রাহ্মী, মহাশ্বেতা নামে।
পূজা অন্তে পুষ্পাঞ্জলি দেবে যে শিক্ষার্থী
সফলতা বিদ্যালাভে প্রার্থনায় প্রার্থী।


নানা উপাচারে দেবী পূজিত হবেন
ছাত্রছাত্রী ভক্তিভরে মণ্ডপে রবেন।
বই খাতা সমর্পন আশীর্বাদ লাভে,
মায়ের কৃপায় যেন বিদ্যাবুদ্ধি হবে।


তাং- ১০/০২/১৯