মানুষ না থাকলে দেশ বা মাটির কী দাম?
দুষ্কৃতকারীর দাবি- জনশূন্য ভূমি,
গভীর আঁধার যেন শিকারীর লক্ষ্য!
প্রজন্ম বিলুপ্ত করে দেবে তারা,
শপথ গ্রহণে ঐক্য ফাঁদ!


এ জগতে চাইলে কী সব হয়?
নিয়মের খেলা যে খেলে সেই-তো জানে...


বাংলার মাটিকে চাই বিনা শর্তে,
সংঘাতে- প্রতি সংঘাত জন্ম দেয়।
সময় নিয়ম বেঁধে চলে,
সঠিক উত্তর দিয়ে যায়।


মেধা শূন্য করা কারো হাতে নয়!
সম্মুখ যুদ্ধের ফল সত্য হয়
বীরেরা মরতে জানে,
স্বমহিমায় বাঁচতে জানে।
রাতের আঁধার রাঙা ভোর ডেকে আনে,
শুভ সকালের সুন্দর সূচনা হয়।


তাং- ২৫/০৩/২০২০ ইং