মা দুর্গা আসছে বলে ভক্তরা খুশিতে,
আনন্দিত গৃহিনীরা ঘিরে দিনটিতে।
রকমারি কেনাকাটা হলো সমাপন,
প্রসাধনী অলংকারে ভারী আয়োজন।


পাঁচ দিনে কতো কিছু কতো প্রণয়ন,
পুলকিত নানাভাবে ভক্তরা এখন।
নানারঙে নানাসাজে পুজোতেই যাবে,
মহানন্দে শুভদিন এভাবে কাটাবে।


বোধনে জাগবে মাতা ভক্তদের তরে,
উলুধ্বনি শঙ্খধ্বনি মন্দিরে মন্দিরে।
হাসিমাখা অবয়বে রূপে মধুময়,
মাতৃভক্ত নরনারী আসে দেবালয়।


মহাষষ্ঠী দিয়ে শুরু মাতৃ অধিবাস,
আমন্ত্রণে কল্পারম্ভে পূজা চারপাশ।
সপ্তমীতে পূজা দেখে আনন্দে সবাই,
প্রবেশ স্থাপন স্নান নবপত্রিকাই।


অষ্টমীতে পুজো নিয়ে মায়েরা মন্দিরে,
মঙ্গলার্থে উপবাসী থাকে পরিবারে।
কুমারীতে মাতৃপুজো চলে অষ্টমীতে,
আরতি ও পুষ্পাঞ্জলি হবে চিন্ময়ীতে।


নবমীর আরতিতে অত্যধিক ভিড়ে,
ভক্তজনে পুজো দেখে মাঝরাতে ফিরে।
ছেলেমেয়ে মহাসুখে ঘোরাঘুরি করে,
গুনে গুনে পুজো দেখে কটা হলো পরে।


দশমীতে সাঙ্গ হবে বিসর্জনে গিয়ে,
মা দুর্গা বিদায় নেবে একা করে দিয়ে।
কান্নাভেজা ভক্তকুলে মাকে ছেড়ে যেতে,
আশীর্বাদে ধন্য হবে মায়ের কৃপাতে।


তাং- ১৬/১০/১৮