চাইব আমি লাভ শুধু মোর
তোমার টুকুন নয়,
লুকোচুরি খেলে যাবো
না-বুঝলে তা হয়।
সাতপাঁচে তাই চৌদ্দ বলে
পারি যদি পার,
আমিই তবে চালাক চতুর
বলবে গুরুভার।
সত্যটা আজ চাপা দিয়ে
ঠোঁট মিলিয়ে বলি,
দেখ কেমন খেলা খেলি
বুঝবে না সকলি।
চোর পুলিশের এই খেলা যে
চলে দিবা নিশি,
কেউবা হারে কেউবা জিতে
অনিয়মে মিশি।
বিচারকের ন্যায় বিচারে
থাকে যদি ফারাক,
সত্য পথে সত্যবাদী
পাবে কি খোরাক!


তাং- ০২/০৬/১৯ ইং