ধবংসের লীলায় ভবে করিছে রচন,
নেশায় মেতেছে মত্ত আজ অকারণ।
ভোগের রাজত্বে শুধু কাড়াকাড়ি করে,
সম্পদ দখলে তারা হন্য হয়ে নড়ে।


প্ররোচনায় নিজেকে বিলিয়ে যে দিল,
আপনা বিবেক ভুলে নিমিত্তে মজিল।
লোভেতে করিল হায় খারাপ দংশন,
বিনিময়ে কিছু পাবে করিলে অর্জন।


এহেন মানব তুমি বাঁচিবে কদিন?
নির্বিচারে ভাংগনের খেলায় বিলীন।
পরধন লাভে তবে জঘন্য পাপিষ্ঠ,
ছারখার হয়ে যাবে পরিণামে ক্লিষ্ট।


নিয়মে চলিবে লোকে সৃষ্টির বিধানে,
সার্থক করিবে সেই মনুষ্য চলনে।
ন্যায়ের মুকুট পরে চলিবে যখন,
সুখেতে রচিবে নীতি বাঁচিবে তখন।


তাং -২৬/১২/১৭