কিছু মুহূর্ত জীবনে আসে- আজীবন
কলংকিত দুঃস্বপ্নের কালো রাত হয়ে।
বাঙ্গালীদের জীবনে এমন একটিই
অধ্যায়- উনিশ শত একাত্তর সাল,
পঁচিশ মার্চের-সেই ভয়ানক রাত!
পাকিস্তান সামরিক বাহিনী আরম্ভ
করেছিল মর্মান্তিক নৃশংস,জঘন্য-
"অপারেশন সার্চলাইট"নামে নির্মম
"গণহত্যাযজ্ঞ" যা ভুলবো না কোনোদিন!
ঘুমন্ত নিরস্ত্র জাতি অগস্ত্য হামলায়-
অকাতরে বুদ্ধিজীবী ছাত্র ও শিক্ষক।
উদ্দেশ্য বাঙ্গালি প্রতিরোধ ধ্বংস করা;
পরাজিত ইয়াহিয়া খান, প্রতিবাদী
স্বপ্ন সেই কালোরাত- ভুলবে না কখনো।


তাং - ২৩/০৩/১৮