সহজেই বললে- এখানে আসবেনা!
কত অজুহাতে তোমার দিগন্ত আচ্ছাদিত!
কি নিয়ে যেন দিনরাত ব্যস্ত...
হয়তো ভাবছো- কেউ যেন তোমার প্রতিভা
টের না পায় এই জনমে!


আরে তোমার তানপুরায় গান গেয়ে
পৃথিবীকে অবাক করে দেবে ভেবেছো!
করো ই না, বাঁধা কিসে...


যে সৃষ্টিকে অবহেলা করে-
তার আবার পৃথিবীকে অবাক করা...
মনেই হয় না কতটুকু যুক্তিযুক্ত!


এই পৌষ সংক্রান্তির মেলায়
কত লোকজন একত্র হয়েছে আজ!
অথচ তোমার মনে ই নেই যে...


এটাকে সীমাবদ্ধতা বলে কি!


গরম গরম ভাপা পিঠার উপর খেঁজুরের
গুড় আর নারিকেলের প্রলেপ কতোই না মজার!


জানো, সবকিছুর বিপরীত প্রতিক্রিয়া আছে;
শিল্পের কাছে কার্পণ্য মানায় না!


তাং- ১৫/০১/১৯