খালি কলস বাজে বেশি
    লোক সমাজে কয়,
জ্ঞানীর চেয়ে মূর্খ লোকের
    দাপটে জোর রয়।


গভীর জলের মাছ থাকে ভাই
    চুপিসারে তার,
জেলেরা তাই পায় না নাগাল
    হন্যে ঘুরে পার!


অহংকারে পরিপূর্ণ
    এই সমাজের কীট,
পতন তারি অনিবার্য
    অবুঝ মানব ঢিট।


সত্য ন্যায়ের প্রতীক হতে
    জীবন গড়ো ভাই,
চরিত্রকে কলুষ মুক্ত
    করে যেতে চাই।


দম্ভটাকে ভুলে এসো
    উপকারে আজ,
মানব মুক্তির চির শান্তি
    তাতেই পাবে সাজ।


তাং- ১৯/০৯/২০১৯ ইং