শত কাগজের নোটে
বাঁচে না জীবন,
একবিন্দু অক্সিজেন
অতি প্রয়োজন।


প্রাণের অস্তিত্ব রক্ষা
কার কাছে আজ!
লোকে যা ভাবে, তা
হবে না কি কাজ?


সভ্যতার আলোড়ন
উচ্চ করে শির,
পালকের এক চুল
খণ্ডনে অধীর!


ভুলো মন ভুলে যায়
কার যে কদর,
মহাসুখ অন্বেষণে
থাকে নিরন্তর।


মানবের যত বল
প্রয়োগে ব্যাকুল,
কূলের সীমানা খুঁজে
হয়েছে আকুল।


প্রাচীর সীমানা কার
জানা আছে তবে?
সে জানে জীবন ভিক্ষা
কার কাছে হবে!


তাং- ২০/০৫/২০২১ ইং