তোমার সাজানো বাড়ি যত্ন-আত্তি ভরা,
ছেড়ে কেন চলে গেলে, খাসা ঘর ত্বরা!
কী দুঃখ-ব্যাথার কথা গেলে না-তো বলে,
অজানায় পাড়ি দিয়ে, সুখ খুঁজে পেলে।


আমিও বিরহে তব, না জেনে কারণ,
তোমার আশায় থাকি হেতুর তারণ।
যাপিত স্বপ্নের দিন ভোলা কি-রে যাবে!
মূর্ত অনুতাপ তবে তোমাকে কাঁদাবে।


শপথ গ্রহণে তুমি-  ভুলে গেলে ঘর
কোথা পাবে সুখ নিদ্রা এমন বাসর!
প্রতিযোগি হতে খুব আসক্তি তোমার,
পঙ্কিল পথের কথা মনে রেখো সার।


এক সুখ ত্যাগে তুমি- গড় এ জীবন,
কেমন খেলায় মাতো অন্য জনে মন!
যত কথা রেখে যাও, সাক্ষী আমি তার,
তবু আজ বলে যাই সুখী হও অপার।


তাং- ০৩/০৩/২০২০ ইং