মনে মনে স্বপ্ন দেখি- বনস্পতি যারে,
খাসা এক অধিপতি বানাবো যে তারে।
আমার সাধের ঘুড়ি নানা রঙে মাখা,
উড়িয়ে দিলাম তারে
নীলাকাশে পাখা!
স্বপ্ন মাখা অঙ্গে রাখি চোখ দু'টি মোর,
বেড়ে উঠে মায়াময় জীবনের ঘোর!
এ ঘোর কখন জানি কেটে যায় বেলা,
স্বাধীন গগন তলে
অদৃশ্যের খেলা!


কেটে গেলো সুতা তার সাঙ্গোপাঙ্গ ছেড়ে,
ফেরে নি আঁচলে আর স্নেহ মায়া ডোরে!
অভাগীর ক্লিষ্ট চোখ- ক্লান্তি হীন পথে,
অঝোরে ঝরায় অশ্রু
মনস্তাপ হতে।
অনাহুত মন-প্রাণ নিরুত্তর হয়,
কোথা গেলে পাবে ত্রাণ
আপন নিলয়!


তাং- ২৭/০৬/২০২০ ইং