বাঁকা চাঁদের দীপ্তি রেখায় দেখা মেলে সুখ,
হৃদমাঝারে পুলকিত প্রতীক্ষার এক ভুখ!
আনন্দেরই সমারোহে এলো খুশির ঈদ,
সবাই মিলে করবে মজা কাটবে দুঃখের গীত।
মহামারীর আকাল যেন দূরে যাবে আজ,
পবিত্র এ দিনের মাঝে খুঁজতে সুখের সাজ!
গাইবে পাখি কণ্ঠে আবার নতুন সুরে গান,
প্রকৃতি ঐ সাজছে দেখ নানা রঙে শান!
ক্রান্তিকালের অবসানে ব্যগ্র সবার মন,
যাক না কেটে নিশাবসান- পূত দিনের পণ!


তাং- ১৪/০৫/২০২১ ইং
@ঈদুল ফিতর***